কলকাতা, ৯ মে (হি.স.): বুধবার থেকেই পাক-সীমান্তবর্তী ভারতের বেশ কিছু অংশে আতঙ্কে পেট্রোল পাম্পে বিশাল ভিড় ঠেলে নাগরিকদের জ্বালানি তেল ভরতে দেখা গিয়েছে। এই অবস্থায় শুক্রবার সামাজিক মাধ্যমে গাড়িওয়ালাদের সতর্ক ও সংযত হওয়ার আর্জি জানিয়েছে আইওসি।
সমাজমাধ্যম এবং বেশ কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন ছবি, যেখানে দেখা যাচ্ছে ভারত-পাক যুদ্ধের আবহে দেশের পেট্রোল পাম্পগুলিতে তুমুল ভিড়, কারণ সকলেই জ্বালানি তেল সঞ্চয় করে রাখার জন্য হুড়মুড়িয়ে ছুটছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে যে দেশে এখনও জ্বালানি তেল এবং এলপিজির সঞ্চয় যথেষ্ট রয়েছে। একটি বিবৃতিতে রাষ্ট্রায়ত্ত এই তেল বিপণনকারী সংস্থা জানিয়েছে যে 'ইন্ডিয়ান অয়েলের কাছে সারা দেশেই যথেষ্ট জ্বালানি তেল এবং এলপিজির সঞ্চয় রয়েছে। আর আমাদের সরবরাহ লাইন ভালমত কাজ করছে সারা দেশেই। ভয়ে আতঙ্কে জ্বালানি কিংবা এলপিজি কিনে সঞ্চয় করে রাখার কোনও দরকার নেই। আমাদের সমস্ত আউটলেটেই যথেষ্ট পরিমাণে জ্বালানি ও এলপিজি রয়েছে'।
মূলত সীমান্ত নিকটবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সংবাদমাধ্যমে জানা গিয়েছে একটি স্থানীয় পেট্রোল পাম্পের মালিক জানিয়েছে যে জ্বালানি তেলের বিক্রি হু হু করে তিনগুণ বেড়ে গিয়েছে, আর তা ঘটেছে মূলত মানুষের মধ্যে ছড়িয়ে পড়া উদ্বেগ ও আশঙ্কার কারণে।
ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর থেকেই নানা ভিডিয়ো, ছবি ভাইরাল হয়ে গিয়েছে। এতেই ছড়িয়েছে আতঙ্ক।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত