মোদী ও শাহের সাথে দেখা করলেন নীতীশ কুমার
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী লল্লন সিং এবং বিহারের উপ-মুখ্যমন্
মোদী ও শাহের সাথে দেখা করলেন নীতীশ কুমার


নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী লল্লন সিং এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও উপস্থিত ছিলেন।

এদিন বৈঠকের পর সম্রাট চৌধুরী ইনস্টাগ্রামে লিখেছেন যে, বিহারে জাতীয় গণতান্ত্রিক জোটের বিপুল জনাদেশের পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেছেন যে, প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনা ও নেতৃত্বে দেশ এবং বিহার ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। এই সময়ে, তিনি বিকশিত বিহারের লক্ষ্য সম্পর্কে মূল্যবান নির্দেশনা পেয়েছেন।

এর আগে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকের পর অমিত শাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেন, তিনি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী লল্লন সিং এবং উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন। মোদী এবং নীতীশ সরকার রাজ্যে জনকল্যাণ এবং সুশাসনকে আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande