
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভাইস প্রেসিডেন্ট এনক্লেভে সোমবার শিক্ষানবীশ ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস (আইডিএএস) – এর আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন। শিক্ষানবীশ আধিকারিকদের স্বাগত জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট – এ ২৭৫ বছরের সমৃদ্ধ পরম্পরা রয়েছে। ভারত সরকারের দফতরগুলির মধ্যে এটি সর্বাপেক্ষা প্রাচীন। উপরাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ যখন এগিয়ে চলেছে, তখন এই দিশাকে বাস্তব রূপায়ণে সিভিল সার্ভেন্টদের নির্ণায়ক ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃতকালের যে ডাক দিয়েছেন, সেকথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, উন্নয়নকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং একেবারে সর্বশেষ প্রান্ত পর্যন্ত পরিষেবাকে পৌঁছে দিতে হবে। তরুণ আধিকারিকদের তারুণ্যের শক্তি এবং উদ্ভাবনী চিন্তা রাষ্ট্র গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ। ‘সেবাভাব এবং কর্তব্যবোধ’কে তাঁদের কাজের অঙ্গ হিসেবে গ্রহণের জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ