
– বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কতায় অসম, জানান ড. শৰ্মাগুয়াহাটি, ২২ ডিসেম্বর (হি.স.) : পরমাণু শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে দণ্ডায়মান ভারত বাংলাদেশের উদ্ভট দাবির পরিপ্রেক্ষিতে হাত গুটিয়ে বসে থাকবে না। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে একীভূত করার পক্ষে তথাকথিত কতিপয় বাংলাদেশি নেতার বারংবার প্রদত্ত বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করে এই মন্তব্য করেছেন অসমের ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ সোমবার গুয়াহাটিতে একটি সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশে নতুন করে সৃষ্ট অশান্তির পরিপ্রেক্ষিতে অসমকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী ড. শর্মা। হিমন্তবিশ্ব বলেন, সীমান্তের ওপারে চলমান পরিস্থিতির ওপর অসম সরকার নিবিড়ভাবে নজর রাখছে।
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের ওপর নির্বিচারে অত্যাচার চলছে। এ সব দেখে ও শুনে আমরা উদ্বিগ্ন। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন মহলের কিছু অংশ চিকেন নেক থেকে উত্তর-পূর্বাঞ্চলকে তাদের দেশে অন্তর্ভুক্ত করার বিষয়ে গরম গরম ভাষণ দিচ্ছে। এ সব মন্তব্যকে উদ্বেগজনক ও বিপজ্জনক বলে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন, এটা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়।
মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অসমে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং ঘটছে। এ সব কারণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, অসমে লাখ লাখ অবৈধ, অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে। অসম থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তার ওপর জোর দিয়ে হিমন্তবিশ্ব বলেন, আইন-শৃঙ্খলার ওপর কোনও বিরূপ প্রভাব পড়া রোধ করতে প্রতিবেশী দেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখা আবশ্যক।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস