
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হল কংগ্রেস। সোমবার কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ অজয় কুমার অভিযোগ করেন, গত ১০ বছরে রেল ভাড়া প্রায় ১০৭ শতাংশ পর্যন্ত বেড়েছে, যার ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ছে।
কংগ্রেস সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভাড়া বৃদ্ধির মাধ্যমে রেলওয়ের অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয়ের দাবি করা হলেও তার বোঝা সরাসরি যাত্রীদের বহন করতে হচ্ছে। তাঁর অভিযোগ, বর্তমান সরকার প্রবীণ নাগরিকদের রেল ভাড়ার ছাড় প্রত্যাহার করেছে এবং ট্রেনে খাবারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি আরও জানান, স্টেশনগুলিতে পার্কিং চার্জ বৃদ্ধি পেয়েছে এবং সীমিত কোচ থাকা সত্ত্বেও অতিরিক্ত টিকিট বিক্রির ফলে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সরকার কিলোমিটার পিছু ১-২ পয়সা বৃদ্ধির কথা বললেও বাস্তবে প্রতিটি যাত্রায় যাত্রীদের অতিরিক্ত ব্যয় বাড়ছে বলে দাবি করেন অজয় কুমার।
উল্লেখ্য, দীর্ঘ দূরত্বের রেল যাত্রায় আংশিক ভাড়া বৃদ্ধি আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ভারতীয় রেলওয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে যাত্রীদের টিকিটের ভাড়ায় সামান্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ভাড়া সংশোধনের ফলে সাধারণ যাত্রীদের উপর অতিরিক্ত চাপ খুবই সীমিত থাকবে। নন-এসি কোচে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে যাত্রীদের মাত্র ১০ টাকা অতিরিক্ত দিতে হবে।এই ভাড়া বৃদ্ধি ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং এর ফলে চলতি অর্থবর্ষে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয়ের সম্ভাবনা রয়েছে। সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে যাত্রার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। মেল ও এক্সপ্রেস নন-এসি শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা এবং এসি শ্রেণিতেও প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। তবে শহরতলিতে পরিষেবা এবং মাসিক সিজন টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি। এছাড়া সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত থাকছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য