চট্টগ্রামের দুর্গাপূজা মণ্ডপে ইসলামী গজল পরিবেশনের সঙ্গে জড়িত নয় ছাত্রশিবির, স্পষ্টীকরণ সেক্রেটারি জেনারেল জাহিদুলের
চট্টগ্রামের দুর্গাপূজা মণ্ডপে ইসলামী গজল পরিবেশনের সঙ্গে জড়িত নয় ছাত্রশিবির, স্পষ্টীকরণ সেক্রেটারি জেনারেল জাহিদুলের
দুর্গাপূজা মণ্ডপে সাংস্কৃতিক মঞ্চে ইসলামী গজল পরিবেশনের দৃশ্য


।। রাজীব দে ।।

ঢাকা, ১১ অক্টোবর (হি.স.) : চট্টগ্রাম মহানগরীর জেএম সেন হল প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ইসলামিক সংগীত পরিবেশনের সঙ্গে তাঁদের সংগঠন কোনও ভাবে জড়িত নয়, অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ছাত্রশিবিরের অবস্থান তুলে ধরে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম লিখেছেন, ‘এক - এই ঘটনার সঙ্গে অনেকে ছাত্রশিবিরকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন। আমি দায় নিয়ে বলছি, এর সঙ্গে ছাত্রশিবিরের কোনও সম্পৃক্ততা নেই। দুই - শিবির কারও ধর্মীয় অনূভুতিতে আঘাত করে এমন কাজকে কখনও সমর্থন করে না। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিন - ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসুক। কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। চার - সত্যতা যাচাই না করেই যারা বিভিন্ন সময়ে শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়, তারা একটা সময় গিয়ে নিজেদের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ হবেন। এ ধরনের কাজ থেকে ভবিষ্যতে বিরত থাকার অনুরোধ করছি।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande