বাংলাদেশে ফের হিন্দু খুন, সে দেশে বাড়ছে হিন্দুদের অসহায়তা
ঢাকা, ৬ জানুয়ারি (হি. স. ) : বাংলাদেশে খুন হলেন আরও এক হিন্দু ব্যক্তি। রবিবার গুলিতে ঝাঁজরা হয়ে মারা যান সাংবাদিক রানা প্রতাপ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সোমবার রাতে কুপিয়ে হত্যা করা হয় মণি চক্রবর্তী নামে এক দোকানিকে। গত তিন সপ্তাহের মধ্যে মোট ৬ জন হিন্
বাংলাদেশে উত্তেজনা


ঢাকা, ৬ জানুয়ারি (হি. স. ) : বাংলাদেশে খুন হলেন আরও এক হিন্দু ব্যক্তি। রবিবার গুলিতে ঝাঁজরা হয়ে মারা যান সাংবাদিক রানা প্রতাপ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সোমবার রাতে কুপিয়ে হত্যা করা হয় মণি চক্রবর্তী নামে এক দোকানিকে। গত তিন সপ্তাহের মধ্যে মোট ৬ জন হিন্দুকে হত্যা করা হল বাংলাদেশে। সব মিলিয়ে হিন্দু নির্যাতনের মাত্রা প্রতিদিন বেড়ে চলেছে পদ্মাপাড়ে।

জানা গিয়েছে, নিহত মণি নরসিংডি জেলার বাসিন্দা। একটি মুদিখানার দোকান ছিল তাঁর। সোমবার রাত ১০টা নাগাদ নিজের দোকানেই ছিলেন তিনি। আচমকা ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। অস্ত্রের কোপে গুরুতর আহত হন মণি। তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ভরা বাজারে এহেন হত্যাকাণ্ডে আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা।

এর আগে রবিবার বিকেলে যশোর জেলায় খুন হয়েছিলেন এক সংবাদপত্রের সম্পাদক রানা প্রতাপ। ভরা বাজারে আততায়ীদের গুলিতে ঝাঁজরা হয়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একাধিক বুলেট বের করা হয় প্রতাপের দেহ থেকে।

এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশের কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ২৯ বছরের যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৫ বছরের দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande