অসম থেকে ১.৮০ লক্ষ টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ
গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশ সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত নুমলিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে। এ জন্য আনুমানিক ১৪ দশমিক ৬২ বিলিয়ন টাকা ব্যয় হবে। এই সিদ্ধা
অসম থেকে ১.৮০ লক্ষ টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ


গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশ সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত নুমলিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে। এ জন্য আনুমানিক ১৪ দশমিক ৬২ বিলিয়ন টাকা ব্যয় হবে।

এই সিদ্ধান্তটি গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই জ্বালানি আমদানি করবে। আমদানির অর্থের একটি অংশ সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন পরিশোধ করবে এবং বাকি অংশ ব্যাংক ঋণের মাধ্যমে মেটানো হবে।

চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অয়েল ইন্ডিয়া লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান এনআরএল-এর সঙ্গে আলোচনার পর আমদানির মূল্য চূড়ান্ত করা হয়েছে। মোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১১৯ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার। এটি ব্যারেল প্রতি ৮৩ দশমিক ২২ ডলারের ভিত্তিমূল্যের ওপর অতিরিক্ত ৫ দশমিক ৫০ ডলার প্রিমিয়াম ধরে হিসাব করা হয়েছে। তবে আন্তর্জাতিক তেলের দামের ওঠানামার সঙ্গে চূড়ান্ত ব্যয় পরিবর্তিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান জানান, পূৰ্ববৰ্তী সরকারের সময় স্বাক্ষরিত ১৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এই ডিজেল আমদানি করা হচ্ছে।

অসমে অবস্থিত এনআরএল-এর রিফাইনারি থেকে ডিজেল প্রথমে শিলিগুড়িতে পাঠানো হয়। সেখান থেকে ২০২২ সালের ডিসেম্বরে চালুকৃত বাংলাদেশ–ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করা হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande