সি আই এ-এর প্রাক্তন এজেন্ট এল্ড্রিচ এম্সের জেলেই মৃত্যু
ওয়াশিংটন, ৭ জানুয়ারি (হি.স.) : মার্কিন গোয়েন্দা সংস্থা সি আই এ-এর প্রাক্তন আধিকারিক এল্ড্রিচ এম্স মারা গেছেন। ৮৪ বছর বয়সী এম্স যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার দায়ে আজীবন কারাদণ্ড ভোগ করছিলেন। সোমবার (ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার ) মার্কি
সি আই এ-এর প্রাক্তন এজেন্ট এল্ড্রিচ এম্সের জেলেই মৃত্যু


ওয়াশিংটন, ৭ জানুয়ারি (হি.স.) : মার্কিন গোয়েন্দা সংস্থা সি আই এ-এর প্রাক্তন আধিকারিক এল্ড্রিচ এম্স মারা গেছেন। ৮৪ বছর বয়সী এম্স যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার দায়ে আজীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

সোমবার (ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার ) মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৮৫ থেকে ১৯৯৪ সালের মধ্যে এম্স সি আই এ-এর সংবেদনশীল তথ্য সোভিয়েত ইউনিয়ন ও পরবর্তীতে রাশিয়াকে দিয়েছেন। তার গুপ্তচরবৃত্তির কারণে অন্তত ১০ জন এজেন্টের পরিচয় ফাঁস হয়, যার মধ্যে কমপক্ষে ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এম্স ১৯৬২ সালে সি আই এ-তে যোগ দেন এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন। প্রথম স্ত্রী থেকে বিচ্ছেদের পর ১৯৮৫ সালে এম্স সোভিয়েত গোয়েন্দা সংস্থা কে জিবি-কে তথ্য সরবরাহ করতে শুরু করেন। ১৯৯৪ সালে তিনি গ্রেফতার হন এবং গুপ্তচরবৃত্তির দায় স্বীকার করেন। তার স্ত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সিনিয়র মার্কিন আধিকারিক ও প্রাক্তন সি আই এ পরিচালক র. জেমস উলসি এম্সকে “দেশের বিপজ্জনক গদার” হিসেবে উল্লেখ করেছেন, যিনি বহু মানুষকে কোল্ড ওয়ারের সময় বিপদে ফেলেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande