নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর স্থাপনা দিবসে সঙ্ঘের প্রতিটি স্বয়ংসেবককে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরএসএস-এর বিভিন্ন প্রয়াসের ভূয়সী প্রশংসা করে অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, অনুশাসন ও দেশপ্রেমের অনন্য প্রতীক হল আরএসএস।
অমিত শাহ এদিন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, অনুশাসন ও দেশপ্রেমের অনন্য প্রতীক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সকল স্বয়ংসেবকদের, সঙ্ঘের স্থাপনা দিবসে আন্তরিক অভিনন্দন। আরএসএস স্থাপনার পর থেকেই, ভারতীয় সংস্কৃতি রক্ষা ও যুবকদের সংগঠিত করার এবং তাঁদের মধ্যে দেশপ্রেমের ধারণা জাগ্রত করার একটি উল্লেখযোগ্য কাজ করে আসছে। একদিকে, আরএসএস সমাজসেবামূলক কাজে উদ্দীপনা দিয়ে সমাজের প্রতিটি অংশকে ক্ষমতায়ন করছে, অন্যদিকে, শিক্ষামূলক প্রচেষ্টার মাধ্যমে, দেশের কল্যাণে নিবেদিত দেশপ্রেমিক তৈরি করছে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ