
মুম্বই, ২২ ডিসেম্বর (হি স): ডিসেম্বরের শেষে, ‘ক্রিসমাস’-এর সপ্তাহের প্রথম দিনেই গতি দেখা গেল ভারতের শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই দুরন্ত গতি দেখা যায় সূচকে।
২৬ হাজারের উপরে উঠে যায় নিফটি, ৮৫ হাজার পেরিয়ে যায় সেনসেক্স। সব সেক্টরই সকাল থেকে ‘গ্রিন জোনে’। সকাল ১০টা নাগাদ, ১৬৯ পয়েন্ট মতো বেড়ে নিফটি ৫০ সূচক ওঠে ২৬১৩৪.৬৫ পয়েন্টের আশেপাশে। ওই একই সময়ে ৫০০ পয়েন্টেরও বেশি বেড়ে সেনসেক্স থাকে ৮৫৪৪০-এর আশেপাশে।
২৭৫ পয়েন্টের মতো বেড়ে ব্যাঙ্ক নিফটি থাকে ৫৯৩৪৫ পয়েন্টের আশেপাশে। মিডক্যাপ নিফটি ও ফিন নিফটি সূচকেও বৃদ্ধি দেখা গিয়েছে। এর মধ্যে নিফটি মেটাল এবং নিফটি ডিফেন্স সেক্টরে ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে। বৃদ্ধি দেখা গিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত