
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা সোমবার জানিয়েছেন যে, এদিন থেকে গ্র্যাপ-৪ লঙ্ঘনকারী এবং দূষণ সৃষ্টিকারী শিল্প সংস্থা বন্ধ করার জন্য একটি বড় মাপের অভিযান শুরু হয়েছে। সোমবার দিল্লি সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সিরসা| সেখানেই তিনি জানিয়েছেন, দিল্লির পৌরসভার ডেপুটি কমিশনাররা, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে যৌথভাবে সোমবার থেকে অনুমোদনহীন শিল্প সংস্থার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এই অভিযানের অংশ হিসাবে সমস্ত দূষণ সৃষ্টিকারী শিল্প সংস্থা বন্ধ করা হবে।
তিনি আরও জানিয়েছেন যে গ্র্যাপ-৪ এর অধীনে ওয়ার্ক ফ্রম হোম এর যে নিয়ম রাজধানীতে কার্যকর আছে, কিছু বেসরকারি সংস্থা এই নিয়মগুলি পুরোপুরি মেনে চলছে না| এমনই তথ্য পেয়েছে প্রশাসন। তিনি বলেন, যদি কোনও বেসরকারি সংস্থার বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে| মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, দিল্লি সরকার দূষণ কমাতে সমস্ত ব্যবস্থা নিচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ