
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে শ্রীলঙ্কা সফরে যাবেন এবং শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলায় শুরু হওয়া অপারেশন সাগর বন্ধুর প্রেক্ষাপটে মন্ত্রীর এই সফর এবং ভারতের প্রতিবেশী প্রথম নীতি প্রতিফলিত হয়েছে। উল্লেখ্য, ডিটওয়ার জেরে গত মাসে শ্রীলঙ্কায় ৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ২৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী হিসেবে, ভারতই প্রথম সাড়া দিয়েছিল। তারা ত্রাণ সরবরাহ করেছে এবং এখনও পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা করছে।
------------
হিন্দুস্থান সমাচার / সোনালি