দিল্লি-মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার উড়ানে যান্ত্রিক ত্রুটি, রিপোর্ট চাইলো অসামরিক বিমান পরিবহন মন্ত্রক
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): দিল্লি থেকে মুম্বইগামী বিমান ওড়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। মন্ত্রকের তরফ থেকে অসামরিক বিমান পরিবহন দফতরের মহানির্দেশ
Air India


নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): দিল্লি থেকে মুম্বইগামী বিমান ওড়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার ঘটনায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। মন্ত্রকের তরফ থেকে অসামরিক বিমান পরিবহন দফতরের মহানির্দেশককে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিমানের যাত্রীদের সকল সহায়তা প্রদান এবং পরবর্তী ফ্লাইটগুলিতে তাদের আসনের ব্যবস্থা করার জন্যও মন্ত্রকের তরফে বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য জরুরী অবতরণের পর বিমানের সকল কর্মী ও যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া।

প্রসঙ্গত, সোমবার দিল্লি বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পরেই আবার সেখানে ফিরে আসে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এআই৮৮৭ বোয়িং বিমানটি সোমবার ভোরে দিল্লি থেকে উড়েছিল। উড়ানের পরেই পাইলট লক্ষ্য করেন, ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ বেশ কম। সেই চাপ কমে শূন্যে নামে। তড়িঘড়ি বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করান পাইলট। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, নিরাপদেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। কেউ আহত হয়েছেন বলে কোনও খবর মেলেনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande