
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন| প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে লিখেছেন –
“গতে শোকো ন কর্তব্যো ভবিষ্যম নৈব চিন্তয়েত্।
বর্তমানেন কালেন বর্তয়ন্তি বিচক্ষণাঃ।।”
এই সুভাষিতমের অর্থ, অতীত নিয়ে দুঃখ পাওয়া উচিত নয়, ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বর্তমানকে নিয়ে কাজ করাটাই বিচক্ষণতার পরিচয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ