নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলাপচারিতা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সোমবার ফোনে কথা হয়েছে। উভয়ই ভারত – নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-র কথা ঘোষণা করেছিলেন। এই চুক্তি পরস্পরের ক্ষেত্রে সুব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সোমবার ফোনে কথা হয়েছে। উভয়ই ভারত – নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-র কথা ঘোষণা করেছিলেন। এই চুক্তি পরস্পরের ক্ষেত্রে সুবিধাজনক ও ঐতিহাসিক। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর চলতি বছরের মার্চ মাসে ভারত সফরে এই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। রেকর্ড ৯ মাস সময়ের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে বলে উভয়ই সহমত প্রকাশ করেন। এফটিএ–র মধ্য দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও গভীর হবে। সেইসঙ্গে, বাজারের সুযোগ ও বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও অনেক শক্তিশালী হবে। ফলে, উদ্ভাবনকারী, উদ্যোগপতি, কৃষক, এমএসএমই ক্ষেত্র, ছাত্র ও যুব সম্প্রদায় সহ দু’দেশের নানা ক্ষেত্র উপকৃত হবে।

এফটিএ যে বিশ্বাসযোগ্য ভিত্তি রচনা করেছে, তাতে আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে বলে দুজনেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ক্রীড়া, শিক্ষা এবং জনসম্পর্কের মতো ক্ষেত্রগুলির অগ্রগতিকে সাধুবাদ জানিয়ে তাঁরা আস্থা প্রকাশ করেন ভারত – নিউজিল্যান্ড সহযোগিতা মজবুত হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande