মহারাষ্ট্রে মদ তৈরির কারখানায় বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
মুম্বই, ২২ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের সাংলি জেলার ভালওয়ানি এলাকায় একটি মদ প্রস্তুতকারী কারখানায় সোমবার সকালে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের সাংলি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা
সাংলিতে মদ তৈরির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, দুই শ্রমিক আহত


মুম্বই, ২২ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের সাংলি জেলার ভালওয়ানি এলাকায় একটি মদ প্রস্তুতকারী কারখানায় সোমবার সকালে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের সাংলি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভালওয়ানি এলাকার মনসুর মুল্লার মালিকানাধীন ‘শোভে কি দারু’ নামে পরিচিত মদ তৈরির কারখানায় সকাল ১০টা নাগাদ হঠাৎ জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় কারখানায় কর্মরত ছিলেন মনসুর মুল্লার ছেলে আফতাব মনসুর মুল্লা (৩০) এবং আমির উমর মুলানি (৪০)। ঘটনায় দু’জনই আহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাংলি জেলা হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি ভিটা এলাকা থেকে দমকল বিভাগের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এখনও আগুন লাগার ও বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট দফতর বিষয়টি তদন্ত করে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande