অমরাবতী ড্রোন সামিট-২০২৪-এর সূচনা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নাইডু
বিজওয়াড়া, ২২ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায় দু'দিনব্যাপী অমরাবতী ড্রোন সামিট-২০২৪-এর সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অন্ধ্রপ্রদেশ ড্রোন
অমরাবতী ড্রোন সামিট-২০২৪-এর সূচনা


বিজওয়াড়া, ২২ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায় দু'দিনব্যাপী অমরাবতী ড্রোন সামিট-২০২৪-এর সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অন্ধ্রপ্রদেশ ড্রোন কর্পোরেশন আয়োজিত এই সামিটে এক হাজারেরও বেশি প্রতিনিধি এবং প্রদর্শক অংশ নেবেন। অসামরিক বিমান পরিবহণ, প্রতিরক্ষা ক্ষেত্র, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, রিসার্চ স্কলার এবং শিল্পোদ্যোগীরা একত্রিত হবেন এখানে। ড্রোন তৈরিতে বিনিয়োগ বৃদ্ধি, এই সংক্রান্ত প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য মঞ্চ তৈরি, ইনোভেশন হাবের মাধ্যমেড্রোন ইকো-সিস্টেম গড়ে তোলার কৌশল নির্মানই এই সম্মেলনের লক্ষ্য। বিজয়ওয়াড়ার কৃষ্ণা নদীর তীরে পাঁচ হাজারেরও বেশি ড্রোন বৃহত্তম প্রদর্শনীতে অংশ নেবে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, আমরা এখানে ধারণার প্রমাণ তৈরি করব। একটি হল সাশ্রয়ী সমাধান এবং সাশ্রয়ী মূল্যের। একবার যদি আমরা এটিকে বড় করি তাহলে স্বয়ংক্রিয়ভাবে খরচ কমে যাবে। অবশেষে, ভারত সেরা সুবিধা পেতে চলেছে। আমরা ড্রোন ব্যবহার করতে যাচ্ছি, আমরা কাজ করছি, এটা জনগণের স্বার্থে, বিশেষ করে কৃষকরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমরা সেই সময়ে বিশাখাপত্তনমে একটি এগ্রিটেক মিটিং করেছি।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande