ভারত ও চিনের মধ্যে মিটতে পারে সীমান্ত বিরোধ, ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): অবশেষে পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা ও অচলাবস্থা কাটতে চলেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারির সীমানা নিয়ে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। সোমবার নতুন দিল্লির তরফে এমনটাই জানানো হয়। নয়াদিল্লির প্রস্তাবে রাজি হয়েছে চিন। মঙ্গলবার
ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): অবশেষে পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা ও অচলাবস্থা কাটতে চলেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারির সীমানা নিয়ে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। সোমবার নতুন দিল্লির তরফে এমনটাই জানানো হয়। নয়াদিল্লির প্রস্তাবে রাজি হয়েছে চিন। মঙ্গলবার তেমনটাই জানা গিয়েছে শি জিনপিংয়ের দেশের তরফেও।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এদিন জানিয়েছেন, চিন সীমান্ত বিরোধ সমাধানে ভারতের সঙ্গে একটি সমাধানে পৌঁছেছে এবং সমাধান বাস্তবায়নে কাজ করবে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande