ভারত দ্বিতীয় শ্বেত বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে : অমিত শাহ
আনন্দ (গুজরাট), ২২ অক্টোবর (হি.স.): ভারত দ্বিতীয় শ্বেত বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারত দ্বিতীয় শ্বেত বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য আগামী ভবিষ্যতে দেশের ৮
অমিত শাহ


আনন্দ (গুজরাট), ২২ অক্টোবর (হি.স.): ভারত দ্বিতীয় শ্বেত বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারত দ্বিতীয় শ্বেত বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য আগামী ভবিষ্যতে দেশের ৮ কোটি দুধ উৎপাদনকারীদের সমবায় পরিকাঠামোর সঙ্গে সংযুক্ত করা। মঙ্গলবার গুজরাটের আনন্দে ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের হীরক জয়ন্তী উদযাপনে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় সমবায় মন্ত্রী আমিও শাহ বলেন, বর্তমানে দুধ উৎপাদনকারী কৃষকদের মধ্যে মাত্র ১.৫ কোটি সমবায়ের সঙ্গে যুক্ত এবং তাদের অধিকাংশই এখনও শোষণের শিকার।

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, ভারতের দুগ্ধ ক্ষেত্র বার্ষিক ৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্ব গড় থেকে বেশি। তিনি দুগ্ধ শিল্পের সাফল্য এবং দুগ্ধ উৎপাদনকারীদের অর্থনৈতিক উন্নয়নে এনডিডিবির গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন। আগামী পাঁচ বছরে দেশে ২ লক্ষ সমবায় প্রতিষ্ঠার জন্য বিজেপি সরকারের পরিকল্পনাও উন্মোচন করেছেন অমিত শাহ।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande