পঞ্চম জাতীয় জল পুরষ্কার প্রদান করলেন রাষ্ট্রপতি, রাজ্য বিভাগে সেরা ওডিশা
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার নতুন দিল্লিতে পঞ্চম জাতীয় জল পুরস্কার ২০২৩ প্রদান করেছেন। ৯টি বিভাগে ৩৮ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে সেরা রাজ্য, সেরা জেলা, সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা পুরসভা,
পঞ্চম জাতীয় জল পুরষ্কার প্রদান করলেন রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার নতুন দিল্লিতে পঞ্চম জাতীয় জল পুরস্কার ২০২৩ প্রদান করেছেন। ৯টি বিভাগে ৩৮ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে সেরা রাজ্য, সেরা জেলা, সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা পুরসভা, সেরা জল ব্যবহারকারী সংস্থা এবং সেরা নাগরিক সমাজ সহ ৯টি বিভাগ। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, সরকার জল জীবন মিশনের অধীনে সমগ্র দেশে ৭৮ শতাংশেরও বেশি গ্রামীণ পরিবারকে নলের মাধ্যমে জলের সংযোগ প্রদান করেছে। রাষ্ট্রপতি বলেন, ২০১৯ সালে যখন মিশন চালু হয়েছিল, তখন মাত্র ১৭ শতাংশ গ্রামীণ পরিবারের নিরাপদ জলের সুবিধা ছিল।

রাষ্ট্রপতি মুর্মু যোগ করেছেন, জল জীবন মিশনের কারণে গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জীবনে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি উল্লেখ করেছেন, জল সংরক্ষণে রাজ্য সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি মুর্মু দেশের ভূগর্ভস্থ জলের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেরা রাজ্যের বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে ওডিশা এবং দ্বিতীয় পুরস্কার উত্তর প্রদেশকে দেওয়া হয়েছে। গুজরাট ও পুদুচেরি যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। প্রত্যেক পুরস্কার বিজয়ীকে একটি সম্মাননা পত্র ও একটি ট্রফির পাশাপাশি কিছু ক্যাটাগরিতে নগদ পুরস্কার প্রদান করা হয়।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande