নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম-এ দুজনের বৈঠকের ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এই তথ্য জানিয়েছে।
মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা জানিয়েছেন, আলোর পবিত্র উত্সব দীপাবলির বিশেষ তিথি উপলক্ষ্যে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাঁকে আলোর উত্সবের জন্য উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর মূল্যবান দিকনির্দেশনা এবং স্নেহময় আশীর্বাদ পেয়েছেন বলেও জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ