খারাপ আবহাওয়া, অরুণাচল প্রদেশ সফর বাতিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের
খারাপ আবহাওয়া, অরুণাচল প্রদেশ সফর বাতিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের
মুখ্যমন্ত্রী খান্ডুর হাতে ফ্ল্যাগ-অফ বায়ু বীর বিজেতা কার রেলির


মুখ্যমন্ত্রী খান্ডুর হাতে ফ্ল্যাগ-অফ বায়ু বীর বিজেতা কার রেলির

ইটানগর, ৩০ অক্টোবর (হি.স.) : খারাপ আবহাওয়ার দরুন অরুণাচল প্রদেশ সফর বাতিল করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপ-মুখ্যমন্ত্ৰী চাওনা মেইন সহ সেনা আধিকারিক ও জওয়ানদের সঙ্গে নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর বদলে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে কার রেলির ফ্ল্যাগ-ডাউন করেছেন। কার রেলির ফ্ল্যাগ-ডাউন করার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের বহুল প্রত্যাশিত তাওয়াং সফর বাতিল হয়ে গেছে। ভুটানের প্রতিকূল আবহাওয়ার দরুন বাতিল করতে হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর সফর৷ কেননা, তাওয়াং আসতে হলে ভুটানের আকাশপথ হয়ে আসতে হয়। অরুণাচল প্রদেশের পাহাড়ি এলাকায় শীতের মরশুমে ভয়ংকর ঝুঁকি নিয়ে আকাশপথে চলাচল করতে হয়। তাই এই ঝুঁকি নিতে চাননি প্রতিরক্ষা মন্ত্রীর বৈমানিকরা।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রীর বদলে নির্দিষ্ট কার্যসূচি চালিয়ে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি বায়ু বীর বিজেতা কার রেলির ফ্ল্যাগ-অফ করেছেন। ভারতীয় বিমান বাহিনীর ৯২-তম বার্ষিকী এবং ভারতের কারগিল যুদ্ধ বিজয়ের ২৫-তম বছর স্মরণে এই কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। আবহাওয়া-জনিত কারণে মূল সময়সূচি পরিবর্তন করা হলেও অনুষ্ঠানের চেতনা অপরিবর্তিত ছিল।

আজকের এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর যোগদান করার কথা ছিল। কথা ছিল তাওয়াং সেক্টরে মোতায়েন সশস্ত্র সেনা বাহিনীর কর্মীদের সাথে বার্তালাপ করা এবং ‘যশবন্ত গড়’-এ গিয়ে ১৯৬২ সালের যুদ্ধে বীরত্বের সঙ্গে চিনাবাহিনীর মোকাবিলাকারী রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে শ্রদ্ধা জানাবেন রাজনাথ সিং।

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার ৯২-তম বার্ষিকী উদযাপনের জন্য বায়ু বীর বিজেতা কার রেলি শুরু হয়েছিল লাদাখের থোয়াইস এয়ার ফোর্স স্টেশন থেকে। প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে বায়ু বীর বিজেতা কার রেলিটি তাওয়াঙে পৌঁছেছে।

কার-রেলির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের পটভূমি জওয়ানদের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি ওই যুদ্ধে যে সকল ভারতীয় বীর সেনানী শহিদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী।

এখানে উল্লেখ করা যেতে পারে, দুদিনের অরুণাচল প্রদেশ সফরে আসার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচল প্রদশের সাংসদ কিরেন রিজিজুর। তাওয়াঙে ভারত-চিন সীমান্তে কর্তব্যরত সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করার কথাও ছিল তাঁর।

আজ বুধবার সকালে তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে রাজনাথ সিং লিখেছিলেন, ‘দুদিনের সফরে অরুণাচল প্রদেশের তাওয়াঙের উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়ছি।’ আরও লিখেছিলেন, সাহসী বীর ভারতীয় সেনা অফিসার মেজর রালেংনাও বব খাথিং-এর নামে উৎসর্গীকৃত একটি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande