শ্রীনগর, ৯ মে (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতির আবহে শুক্রবার জম্মু ও কাশ্মীরে বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শনিবারও বন্ধ থাকবে সমস্ত স্কুল। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার এবং শনিবার জম্মু ও কাশ্মীরের সমস্ত স্কুল বন্ধ রয়েছে। জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী সাকিনা ইতু গতকালই জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৯ ও ১০ মে জম্মু ও কাশ্মীরের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে পঞ্জাবের অমৃতসরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অমৃতসরের শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।অমৃতসর বিমানবন্দরের এসিপি যদবিন্দর সিং বলেছেন, বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র বিমানবন্দরের কর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি রয়েছে। পুলিশ ক্রমাগত টহল দিচ্ছে। গ্রামবাসীদের মেনে চলার নিয়ম সম্পর্কে সচেতন করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ