মনসুখের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় মজদুর সংঘের, জমা দিল স্মারকলিপি
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): ভারতীয় মজদুর সংঘের একটি প্রতিনিধিদল মঙ্গলবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে দেখা করে এবং তাঁদের স্মারকলিপি জমা দেয়। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, তাঁরা শ্রমিক ও পেনশনভোগীদের জ
মনসুখের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় মজদুর সংঘের, জমা দিল স্মারকলিপি


নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): ভারতীয় মজদুর সংঘের একটি প্রতিনিধিদল মঙ্গলবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে দেখা করে এবং তাঁদের স্মারকলিপি জমা দেয়। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, তাঁরা শ্রমিক ও পেনশনভোগীদের জন্য ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন। তারা দেশে একটি শ্রম সম্মেলন আয়োজনের বিষয়েও কথা বলেছেন। চুক্তিভিত্তিক শ্রমিকরা মাঝে মাঝে সমান মজুরি পান না। সরকার শ্রম আদালতের মাধ্যমে সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করেছে। তাদের শোষণ করা উচিত নয়। এও বলা হয়েছে যে ঠিকাদাররা মাঝে মাঝে তাদের বেতন থেকে কিছু অংশ কেটে নেয়; এটিও হওয়া উচিত নয়। আমরা এটি নিশ্চিত করার চেষ্টা করবা

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande