জেএনইউ ক্যাম্পাসে মোদী ও শাহের নামে স্লোগানে ক্ষুব্ধ সন্দীপ দীক্ষিত
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): গতকাল দিল্লির জেএনইউ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, আপনার মতামত থাকতেই পারে। কখনও
সন্দীপ দীক্ষিত


নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): গতকাল দিল্লির জেএনইউ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, আপনার মতামত থাকতেই পারে। কখনও কখনও ব্যক্তি ও সংগঠন আদালতের রায়ে বিরুদ্ধে অবস্থান নেয়। আপনি এর বিরোধিতা করতে পারেন, এর বিরুদ্ধে কথা বলতে পারেন। কিন্তু কোনও কিছুর অজুহাতে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, এমন শব্দ ব্যবহার করাটা সম্পূর্ণ ভুল। আমরা এর নিন্দা করি।

সন্দীপ আরও বলেন, আপনি এর বিরুদ্ধে জোরালোভাবে কথা বলতে পারেন। কিন্তু কংগ্রেস সবসময় এই মত পোষণ করে যে রাজনীতিতে শব্দ ব্যবহার করা উচিত সভ্যভাবে, সীমার মধ্যে থেকে। গত ৮-১০ বছরে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার শুরু হয়েছে। আম আদমি পার্টি এটা শুরু করেছে, বিজেপিও এটা ব্যবহার করে। আমরা এর নিন্দা করি। আমি জেএনইউ-এর শিক্ষার্থীদের বলতে চাই, আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে এই ধরনের ভাষার কোনও স্থান নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande