দিল্লির মার্কিন দূতাবাসে জমজমাট দীপাবলির অনুষ্ঠান, বলিউড গানে নাচ রাষ্ট্রদূতের
নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি. স.) : দিল্লির মার্কিন দূতাবাসে দীপাবলির অনুষ্ঠান জমজমাট । আর এই অনুষ্ঠানে মেতে উঠলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি । বলিউডের ‘তওবা তওবা’ গানে সকলের সঙ্গে পা মেলাতেও দেখা গিয়েছে তাঁকে। ৫৩ বছর বয়সি এই গারসেটির পারফরম্যান
দিল্লির মার্কিন দূতাবাসে জমজমাট দীপাবলির অনুষ্ঠান, বলিউড গানে নাচ রাষ্ট্রদূতের


নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি. স.) : দিল্লির মার্কিন দূতাবাসে দীপাবলির অনুষ্ঠান জমজমাট । আর এই অনুষ্ঠানে মেতে উঠলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি । বলিউডের ‘তওবা তওবা’ গানে সকলের সঙ্গে পা মেলাতেও দেখা গিয়েছে তাঁকে।

৫৩ বছর বয়সি এই গারসেটির পারফরম্যান্সে মুগ্ধ দর্শকরাও। অনুষ্ঠানে গারসেটির পরনে ছিল খয়েরি কুর্তা আর সাদা পাজামার সঙ্গে লাল উত্তরীয়। যদিও গত বছরের দীপাবলির অনুষ্ঠানেও বলিউড গানে নেচেছিলেন গারসেটি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande