উপরাষ্ট্রপতি পদে সি পি রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন : থিরু সি পি রাধাকৃষ্ণনজি''র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছি
উপরাষ্ট্রপতি পদে সি পি রাধাকৃষ্ণণের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন।

সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন : থিরু সি পি রাধাকৃষ্ণনজি'র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। একজন নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে রাষ্ট্র নির্মাণে, সমাজসেবায় এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। দেশের মানুষের সেবায় উপরাষ্ট্রপতি পদে তাঁর কার্যকালের মেয়াদ সার্থক হোক।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ইন্ডি জোটের প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রাজ্যসভার মহাসচিব এবং নির্বাচনী আধিকারিক পিসি মোদী ফলাফল ঘোষণা করে বলেছিলেন যে, ৭৮১ জন সাংসদের মধ্যে ৭৬৭ জন ভোট দিয়েছেন, ৯৮.২ শতাংশ ভোট হয়েছে। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন ৪৫২ ভোট পেয়েছেন। আর বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি ৩০০ ভোট পেয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের কারণেই এই নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande