নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর মিজোরাম, মণিপুর, অসম, পশ্চিমবঙ্গ এবং বিহার সফরে যাচ্ছেন। জানা গিয়েছে, এই সফরে তিনি প্রায় ৭১,৮৫০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিহারের পূর্ণিয়ায় প্রধানমন্ত্রী প্রায় ৩৬,০০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। এখানেই উদ্বোধন হবে পূর্ণিয়া বিমানবন্দরের আধুনিক টার্মিনাল ভবনের, পাশাপাশি চালু হবে কৃষকদের দীর্ঘদিনের দাবি— ন্যাশনাল মাখানা বোর্ড।
মিজোরামে প্রায় ৯,০০০ কোটি টাকার প্রকল্পের পাশাপাশি উদ্বোধন হবে বৈরাবি-সাইরাং নতুন রেললাইন। এই রেল সংযোগের মাধ্যমে প্রথম বার মিজোরাম যুক্ত হবে ভারতের জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে।
অন্য দিকে, মণিপুরে প্রধানমন্ত্রী প্রায় ৮,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
অসমে তিনি গুয়াহাটিতে যোগ দেবেন ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদ্যাপনে এবং প্রায় ১৮,৩৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পশ্চিমবঙ্গে কলকাতায় অনুষ্ঠিত হবে ১৬তম কম্বাইন্ড কমান্ডার্স’ কনফারেন্স-২০২৫, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ