নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি হাই কোর্টে বোমাতঙ্ক। শুক্রবার এক হুমকি ই-মেল পৌঁছনোর পর আদালতের কার্যক্রম স্থগিত করা হয় এবং চত্বর দ্রুত খালি করে দেওয়া হয়।
জানা গেছে, অন্য দিনের মতোই শুক্রবারেও গমগম করছিল দিল্লি হাই কোর্ট চত্বর। ই-মেলে হঠাৎ আসে বোমা বিস্ফোরণের হুমকি। জানা যায়, ইমেলের মাধ্যমে অজ্ঞাতপরিচয় কেউ দিল্লি হাই কোর্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তার জেরে খালি করে দেওয়া হয় হাইকোর্ট চত্বর। শুনানি মুলতুবি রেখে ঘর ছেড়ে বেরিয়ে যান বিচারপতিরাও। তবে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল এসে তন্ন তন্ন করে খুঁজেও সন্দেহজনক কিছু পায়নি বলে জানিয়েছে। সম্প্রতি রাজধানীতে একের পর এক স্কুলে এই ধরনের ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ