হংকং, ৩০ অক্টোবর (হি.স.): হংকং ক্রিকেট সিক্সেস। প্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে নতুন এই টুর্নামেন্টটি শুরু হবে ১ নভেম্বর। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। হংকংয়ের এই টুর্নামেন্টটি টিন কোং রোড ক্রিকেট গ্রাউন্ডে কিছু রোমাঞ্চকর লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে
১২টি দল ছয়-এ-সাইড ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।
১২টি দলকে তিনটি করে চারটি পুলে ভাগ করা হয়েছে এবং তারা একটি রাউন্ড-রবিন বিন্যাসে প্রতিদ্বন্দ্বিতা করবে। রবিন উথাপ্পা নেতৃত্বে থাকা ভারত পুল সি-এ আছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান রয়েছে।
পুল এ-তে স্বাগতিক হংকং দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে এবং পুল বি-তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নেপাল রয়েছে। ডি পুলে লড়বে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ওমান।
টুর্নামেন্ট শুরুর দিন অর্থাৎ ১ নভেম্বর প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকা এবং হংকংয়ের মধ্যে হবে। সেদিনই ভারত ও পাকিস্তানের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচ হবে।
প্রতিটি পুল থেকে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে এবং কোয়ার্টার ফাইনাল রাউন্ডের বিজয়ীরা সেমিফাইনালে যাবে। যে দলগুলো কোয়ার্টারে হারবে তারা প্লেট সেমিফাইনাল খেলবে। প্রতিটি পুলে নিচের দলটি বোল প্রতিযোগিতায় খেলবে। প্রতিযোগিতার তিন দিন জুড়ে মোট ২৯টি ম্যাচ হবে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি