আইসিসি দুর্নীতি দমন ইউনিটের নতুন স্বাধীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সুমাথি ধর্মবর্ধন
দুবাই, ৩০ অক্টোবর (হি.স.) : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার শ্রীলঙ্কার সুমাথি ধর্মবর্ধনকে দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) নতুন স্বাধীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে। বিষয়টি বিবৃতি পেশ করে জানিয়েছে আইসিসি। স্যার রনি ফ্লানাগানের
আইসিসি


দুবাই, ৩০ অক্টোবর (হি.স.) : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার শ্রীলঙ্কার সুমাথি ধর্মবর্ধনকে দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) নতুন স্বাধীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে। বিষয়টি বিবৃতি পেশ করে জানিয়েছে আইসিসি।

স্যার রনি ফ্লানাগানের পরিবর্তে সুমাথি ধর্মবর্ধনের অভিষেক হল। ১৪ বছর দায়িত্বে থাকার পর এই পদ থেকে তিনি অবসর নিয়েছেন।

সুমাথি ধর্মবর্ধন শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেল ডিপার্টমেন্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন। অনেক আইনি সমস্যায় সরকার ও তার ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেছেন।সেই সঙ্গে তিনি ইন্টারপোল এবং জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ সংক্রান্ত অফিসের সঙ্গেও কাজ করেছেন, ক্রীড়া দুর্নীতির বিষয়ে তদন্তও করেছেন। মিঃ ধর্মবর্ধন ১ নভেম্বর ২০২৪ থেকে এ ভূমিকায় কাজ শুরু করবেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande