দত্তপুকুরে রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, এক শ্রমিকের মৃত্যু
দত্তপুকুর, ৩০ অক্টোবর(হি.স.): দত্তপুকুর থানার মধ্যমগ্রামের চণ্ডী গরি এলাকায় একটি বেসরকারি রাসায়নিক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে আগুন লাগে। বুধবার দুপুর আড়াইটে নাগাদ এই বিস্ফোরণের ফলে কারখানার বয়লার চেম্বার ও সংলগ্ন গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।
ভয়ংকর আগুন কারখানায়


দত্তপুকুর, ৩০ অক্টোবর(হি.স.): দত্তপুকুর থানার মধ্যমগ্রামের চণ্ডী গরি এলাকায় একটি বেসরকারি রাসায়নিক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে আগুন লাগে। বুধবার দুপুর আড়াইটে নাগাদ এই বিস্ফোরণের ফলে কারখানার বয়লার চেম্বার ও সংলগ্ন গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় কর্মরত অবস্থায় তিন শ্রমিক অগ্নিদগ্ধ হন। ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয় এবং আরও দুই জন শ্রমিক অগ্নিদগ্ধ অবস্থায় আশঙ্কাজনকভাবে আহত হন।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত বারাসাত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তিনটি ইঞ্জিন নিয়ে তৎপরতা শুরু করে। যদিও এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande