ক্যানিং, ৩০ অক্টোবর (হি.স.) : পারিবারিক বিবাদের জেরে খুড়তুতো শ্বশুর ও তাঁর পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হলেন একই পরিবারের চার মহিলা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের চাঁদখালি এলাকায়। দীর্ঘদিন ধরেই জমিজমা সংক্রান্ত বিবাদ সহ নানা বিষয়ে জালাল পিয়াদাদের সাথে বিবাদ ছিল রশিদা পিয়াদাদের। এদিন রশিদাকে মারতে যায় জালাল। তাঁর মা ও দিদিরা বাঁচাতে এলে তাঁদেরকেও জালালের পরিবারের সদস্যরা মারধর করেন বলে অভিযোগ। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা