আগরতলা, ৩০ অক্টোবর (হি.স.) : জল্পনার অবসান। দীপাবলির আগে বড় উপহার। ত্রিপুরার সরকারি কর্মচারিরা নভেম্বর মাস থেকে আরও ৫ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এদিন খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ১ নভেম্বর থেকে রাজ্য সরকারের সমস্ত কর্মচারি, পেনশনভোগী ও ডি আর ডব্লিউ কর্মীরা এই মহার্ঘভাতার সুবিধা পাবেন। এর ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, এদিন সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মচারিদের ৫ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে রাজ্য সরকারের কর্মচারিরা বর্তমানে ৩০ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের গর্ব টিএসআর বাহিনীর সার্বিক উন্নতিকল্পে রাজ্য সরকারের বিস্তৃত পরিকল্পনা রয়েছে। টিএসআর জওয়ানদের রেশন মানি ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে। সব র্যাঙ্কের জওয়ানদের জন্য পোশাক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হবে। প্রত্যেক টিএসআর ব্যাটেলিয়নে জিমনাসিয়াম স্থাপনের জন্য ৫ লক্ষ টাকা করে প্রদান করা হবে। টিএসআর ব্যাটেলিয়ানে সেবা প্রদানে ইচ্ছুক মেডিক্যাল অফিসারের সাম্মানিক বর্ধিত করে মাসিক ৬০ হাজার টাকা করা হবে। তিনি আরও জানান, অ্যাডহক ভিত্তিতে ২৪০ জন টিএসআর জওয়ানের পদোন্নতির ব্যবস্থা করা হবে। টিএসআর পোস্ট এবং ব্যারাকের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ৫ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das