নগাঁও (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়ে গেছে। এরই মধ্যে নগাঁও জেলার রূপহীহাটে পুলিশ বাজেয়াপ্ত করেছে নগদ চার লক্ষাধিক টাকা।
আজ বুধবার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে নগাঁও-নলতলি পূৰ্ত সড়কের সামাগুড়ি বিধানসভা এলাকাধীন শিঙিমারিতে রূপহীহাট থানার টহলদারী পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে নগদ ৪ লক্ষ ৩০ হাজার ২০০ টাকা। নিৰ্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বিপুল পরিমাণের টাকাগুলি কয়েকটি গাড়িতে তালাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের সূত্রটি।
প্রসঙ্গত, অসমের যে পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে, সেগুলির মধ্যে সামাগুড়ি কেন্দ্রও আছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস