
জয়পুর, ২১ ডিসেম্বর (হি.স.) : রবিবার ছুটির দিনে জয়পুরের নাহারগড় জৈবিক উদ্যানে উপচে পড়ল পর্যটকদের ভিড়। মনোরম আবহাওয়া ও অবকাশের সুযোগে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে উদ্যানমুখী হন হাজার হাজার মানুষ। এদিন মোট ৪,০২৫ জন পর্যটক নাহারগড় জৈবিক উদ্যান পরিদর্শন করেন।
পর্যটকদের কাছে দিনের প্রধান আকর্ষণ ছিল টাইগার সাফারি ও লায়ন সাফারি। উপ-বন সংরক্ষক জানান, রবিবার ৫৫২ জন পর্যটক এই দুই সাফারিতে অংশ নিয়ে বাঘ ও সিংহের স্বাভাবিক আচরণ কাছ থেকে উপভোগ করেন। বাঘের গর্জন ও সিংহের রাজকীয় চলাফেরা পর্যটকদের বিশেষভাবে মুগ্ধ করে।
পর্যটন মরসুম শুরু হওয়ায় সাম্প্রতিক ২০ দিনে প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ টাইগার ও লায়ন সাফারির অভিজ্ঞতা লাভ করেছেন। শহরের মধ্যেই প্রাকৃতিক সবুজ পরিবেশ ও বন্যপ্রাণীর এই সমন্বয় জয়পুরবাসী ও বাইরের পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে উপ-বন সংরক্ষকের তত্ত্বাবধানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। রবিবার এসিএফ দেবেন্দ্র সিং রাঠোর এবং রেঞ্জার শুভম শর্মা সাফারির ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
টুরিজম ম্যানেজমেন্ট টিমের সহায়তায় টিকিটিং, যানবাহন, দিকনির্দেশনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সুচারুরূপে পরিচালিত হয়। বন দফতরের নিয়মিত তত্ত্বাবধানের ফলে নাহারগড় জৈবিক উদ্যান বর্তমানে রাজ্যের অন্যতম জনপ্রিয় বনাঞ্চলভিত্তিক পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য