রাত পোহালেই হুমায়ুনের জনসভা, প্রস্তুতি তুঙ্গে
মুর্শিদাবাদ, ২১ ডিসেম্বর (হি. স. ) : সোমবার বেলডাঙা থানার মির্জাপুর খাগডুপাড়া মোড়ের কাছে অবস্থিত মাঠে নতুন দল ঘোষণার জন্য জনসভা করবেন তৃণমূলে সদ্যপ্রাক্তন হুমায়ুন কবীর৷ ঘটনাটিকে ঘিরে তাঁর অনুগামীদের মধ্যে এবং পুলিশ-প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে।
রাত পোহালেই হুমায়ুনের জনসভা, প্রস্তুতি তুঙ্গে


মুর্শিদাবাদ, ২১ ডিসেম্বর (হি. স. ) : সোমবার বেলডাঙা থানার মির্জাপুর খাগডুপাড়া মোড়ের কাছে অবস্থিত মাঠে নতুন দল ঘোষণার জন্য জনসভা করবেন তৃণমূলে সদ্যপ্রাক্তন হুমায়ুন কবীর৷ ঘটনাটিকে ঘিরে তাঁর অনুগামীদের মধ্যে এবং পুলিশ-প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে।

২০২১-এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করেছিল নয়া রাজনৈতিক দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। ৫ বছর পর আর একটি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আঙিনায় আবার একটি রাজনৈতিক দল। সেই দলের নাম ঘোষণার ঠিক আগেই প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের হুঁশিয়ারি, ‘‘মমতা (বন্দ্যোপাধ্যায়) এবং বিজেপিবিরোধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসন ভাগাভাগি করে লড়ব। কিন্তু কেউ যদি নিজেকে সকলের চেয়ে বড় মনে করেন, ‘ইগো’ নিয়ে থাকেন, তখন একাই লড়ব। দরকারে পশ্চিমবাংলার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সেই ক্ষমতা আছে।’’

হুমায়ুন জানিয়েছেন, প্রস্তাবিত জনসভার সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে। সকাল ১০টা থেকে লোকজনের জমায়েত শুরু হবে৷ বেলা ১২টা থেকে শুরু হবে মূল কর্মসূচি৷

প্রস্তুতি যেমন শেষ, তেমনই হুমায়ুনের দল ঘোষণার জনসভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসবেন বলে দাবি করেছেন তিনি৷ তাঁর দাবি অনুযায়ী, মুর্শিদাবাদের ২৬টি ব্লক ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, বর্ধমান, বীরভূম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই জনসভায় যোগ দেবে৷

এসবের ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে পুলিশ প্রশাসনের কাছে৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande