শিলচরে সোমবার থেকে পিএম বিশ্বকর্মা যোজনার অধীনে প্রদর্শনী ও শিল্পমেলা
শিলচর (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : ঐতিহ্যবাহী কারুশিল্প ও তৃণমূল স্তরের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিতে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী পিএম বিশ্বকর্মা প্রদর্শনী ও শিল্পমেলা। ভারতের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের অধীন এমএসএমই ডেভেলপ
শিলচরে সোমবার থেকে পিএম বিশ্বকর্মা যোজনার অধীনে প্রদর্শনী ও শিল্পমেলা


শিলচর (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : ঐতিহ্যবাহী কারুশিল্প ও তৃণমূল স্তরের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিতে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী পিএম বিশ্বকর্মা প্রদর্শনী ও শিল্পমেলা। ভারতের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের অধীন এমএসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিস (এমএসএমই-ডিএফও) আগামীকাল ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শিলচরের জাতীয় সড়কের পাশে তপোবননগরে অবস্থিত শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনের মঠ প্রাঙ্গণে এই প্রদর্শনী ও শিল্পমেলার আয়োজন করছে।

পিএম বিশ্বকর্মা যোজনার উপভোক্তাদের জন্য বিশেষভাবে পরিকল্পিত এই প্রদর্শনীর মাধ্যমে ঐতিহ্যবাহী কারিগর, শিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের তাঁদের পণ্য প্রদর্শন, প্রাচীন দক্ষতার সরাসরি উপস্থাপন এবং নতুন বাজারের সম্ভাবনা অন্বেষণের একটি নির্দিষ্ট মঞ্চ প্রদান করা হবে। এই আয়োজন কারিগর ও ভোক্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে, যার মাধ্যমে দেশীয় পেশা ও শিল্পের প্রতি সচেতনতা বাড়ার পাশাপাশি বাজার সংযোগ আরও সুদৃঢ় হবে।

এ সম্পর্কে এমএসএমই-ডিএফও, শিলচরের দায়িত্বপ্রাপ্ত সহকারী অধিকর্তা জিসি দাস জানান, ট্রেড ফেয়ারে লাইভ ডেমনস্ট্রেশন, পণ্য প্রদর্শনী এবং ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহ্যবাহী কারুশিল্পের সমৃদ্ধতা কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। যদিও প্রদর্শনীটি মূলত পিএম বিশ্বকর্মা যোজনার উপভোক্তাদের কেন্দ্র করে আয়োজিত, তবুও সাধারণ মানুষের জন্যও এটি উন্মুক্ত থাকবে, যাতে স্থানীয় কারিগরদের প্রতি বৃহত্তর অংশগ্রহণ ও সমর্থন নিশ্চিত করা যায়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ২২ ডিসেম্বর সকাল ১১টায় নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে। এতে তিন দিনব্যাপী এই প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে সূচিত হবে। এই উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী দক্ষতা সংরক্ষণ ও কারিগরদের আধুনিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande