কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : বাঙালির কালীপুজোর ও আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠেছে আপামর জনসাধারণ। আগামী দুই দিন মাতোয়ারা বাঙালি ও অবাঙালি। শহর জুড়ে কড়া নিরাপত্তার মোড়ক। উভয় সম্প্রদায়ের মানুষ উৎসবে সামিল। এর মধ্যেই শব্দবাজির ব্যবহার নিষিদ্ধ। শহরে চলছে সপ্তাহব্যাপী আতসবাজির জন্য বাজিবাজার। সবুজবাজির রমরমা। উৎসবের প্রাক্কালে কলকাতা পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতেই বুধবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন ধাপা রোডের কাছে চকোলেট বোমা, কালীপটকা, 'শেল', দোদমা ইত্যাদির মতো নিষিদ্ধ বাজি মজুত করে নিজের কাছেই রাখার অপরাধে গ্রেফতার হয়েছেন প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা ৩৩ বছরের মদন বর'কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সমস্ত বাজি মূলত বিক্রির জন্যই দক্ষিণ চব্বিশ পরগণা জেলার চম্পাহাটি থেকে সংগ্রহ করে আনেন বলেই দাবি করেছেন তিনি। যদিও এই নিয়ে এক সুনির্দিষ্ট মামলায় প্রগতি ময়দান থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ১২৫ ডেসিবেল উপরে যে সমস্ত বাজি তা নিষিদ্ধ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত