ইটানগর, ৩০ অক্টোবর (হি.স.) : দুদিনের অরুণাচল প্রদেশ সফরে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাওয়াঙে ভারত-চিন সীমান্তে কর্তব্যরত সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচল প্রদশের সাংসদ কিরেন রিজিজু। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও কেন্দ্রীয় দুই মন্ত্রীর সঙ্গে তাওয়াং সফরে আসবেন।
আজ বুধবার সকালে তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে রাজনাথ সিং লিখেছেন, ‘দুদিনের সফরে অরুণাচল প্রদেশের তাওয়াঙের উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়ছি।’ আরও লিখেছেন, সাহসী বীর ভারতীয় সেনা অফিসার মেজর রালেংনাও বব খাথিংকে উৎসর্গীকৃত একটি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্ৰতিরক্ষা মন্ত্ৰী আরও লিখেছেন, এই অঞ্চলে মোতায়িত নিরাপত্তা বাহিনীর কর্মীদের সাথে তিনি মতবিনিময় করবেন।
তাওয়াঙে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বায়ু বীর বিজেতা সাত হাজার কিলোমিটার দীর্ঘ পথে কার রেলির সমাপ্তি ঘটাবেন। প্ৰসঙ্গত, ভারতীয় বায়ুসেনার ৯২-তম বার্ষিকী উদযাপনের জন্য বিস্তৃত এই অভিযানটি লাদাখের থোয়াইস এয়ার ফোর্স স্টেশনে শুরু হয়েছিল।
রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কেটি পার্নায়েক (অবসরপ্রাপ্ত), রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, উপ-মুখ্যমন্ত্ৰী চাওনা মেইন সহ সেনা আধিকারিক ও জওয়ানদের সঙ্গে নিয়ে অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে কার রেলির ফ্ল্যাগ-ডাউন করবেন প্রতিরক্ষা মন্ত্রী। ‘যশবন্ত গড়’-এ গিয়ে ১৯৬২ সালের যুদ্ধে বীরত্বের সঙ্গে চিনাবাহিনীর মোকাবিলাকারী রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে শ্রদ্ধা জানাবেন তিনি।
প্রসঙ্গত, এর আগে ২৮ অক্টোবর অরুণাচল প্রদেশের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কেটি পার্নায়েক (অবসরপ্রাপ্ত) রাজ্যের ফার্স্ট লেডি অনাঘা পার্নায়েকের সঙ্গে চার দিনের সফরে তাওয়াং এসেছেন। রাজ্যপাল ভাইব্রেন্ট বর্ডার ভিলেজ প্রোগ্রামের অধীনে জেলার সীমান্ত গ্রাম পরিদর্শন করছেন। এছাড়া তিনি সেনাদের সাথে আলাপচারিতা করতে সীমান্ত চৌকিতেও যাবেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস