রাঁচি, ৩০ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, জেএমএম ও কংগ্রেস সরকার থাকলে ঝাড়খণ্ডের জনসাধারণ সমৃদ্ধ হতে পারবেন না। তাঁর কথায়, ঝাড়খণ্ডে এখন রুটি ও মাটি কষ্টে রয়েছে।
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার বলেছেন, ঝাড়খণ্ডে এখন সম্পূর্ণ অন্ধকারে - কুশাসন, দুর্নীতি, উন্নয়ন থমকে গেছে, আইন-শৃঙ্খলার উপর অন্ধকার নেমে এসেছে। ৭৪০০-র বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, ৮ হাজারের বেশি খুন, অপহরণ, লুটপাট—এসবই অন্ধকার ছড়াচ্ছে। ঝাড়খণ্ডের মহিলারা অন্ধকারে, ঝাড়খণ্ডের 'রোটি আর মাটি' এখন কষ্টে। যদি ঝাড়খণ্ডকে বাঁচাতেই হয়, আমি রাজ্যের জনগণের কাছে দীপাবলির পরে নির্বাচনে বিজেপি-এনডিএ সরকার ক্ষমতায় আনতে আবেদন করছি।
হিন্দুস্থান সমাচার / রাকেশ