বাঁকুড়া, ৩০ অক্টোবর (হি.স.) : তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রার্থী সুজাতা মণ্ডল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নিজের পরাজয়ের জন্য দলের 'গদ্দার'দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। তাঁর দাবি, দলের কিছু সদস্য বিজেপি প্রার্থীর কাছ থেকে 'টাকা খেয়ে' তাঁকে পরাজিত করেছে। বুধবার ইন্দাস ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনী সভায় এই প্রথমবার তিনি তাঁর হারের কারণ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন।
সুজাতা মণ্ডল জানান, গত লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী তথা তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ-এর কাছে ৫,৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত হন। এতদিন ধরে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও, বিজয়া সম্মিলনীতে এই প্রকাশ্য বক্তব্যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, রাজ্য স্তরের নেতা শুভাশীষ বটব্যাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সুজাতা মণ্ডলের এই বক্তব্যে শাসক দলের অনদরে আলোড়ন উঠেছে। তাঁর বক্তব্য, দলের একাংশ তাঁকে ইচ্ছাকৃতভাবে হারানোর জন্য বিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে তাঁর ক্ষতি করেছে, যা তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়