অযোধ্যায় ৩-দিন চলবে দীপোৎসব, রামনগরীতে আঁটোসাঁটো নিরাপত্তা 
অযোধ্যা, ৩০ অক্টোবর (হি.স.): রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় প্রথম দীপাবলী। ৩-দিন ধরে দীপোৎসব চলবে। আর তাই অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশ তো আছেই, নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে এনএসজি কম্যান্ডো এবং আধাসেনা এ
অযোধ্যায় ৩-দিন চলবে দীপোৎসব


অযোধ্যা, ৩০ অক্টোবর (হি.স.): রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় প্রথম দীপাবলী। ৩-দিন ধরে দীপোৎসব চলবে। আর তাই অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশ তো আছেই, নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে এনএসজি কম্যান্ডো এবং আধাসেনা এবং সন্ত্রাসদমন শাখা।

অযোধ্যার গুরুত্বপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করে সেখানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাম মন্দির-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ, এনএসজি কম্যান্ডো, সন্ত্রাসদমন শাখা। সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির। রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম দীপাবলি। ফলে স্বাভাবিক ভাবেই এই দীপোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে।

এই দীপোৎসবে যাতে সাধারণ মানুষ শামিল হতে পারেন তার জন্য ১ নভেন্বরের মধ্যরাত পর্যন্ত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। দর্শনার্থীরা ৪বি গেট থেকে মন্দিরের সজ্জা দেখার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande