দুর্গাপুর, ২ নভেম্বর (হি.স.):মহিলার অ্যাকাউন্ট ব্যাবহার করে হ্যাকিংয়ের টাকা তোলার অভিযোগ। পুলিশের জালে ধরা পড়ল অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের মুল পান্ডা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুদবুদের সাধুনগরে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রাহুল হাজরা বর্ধমানের আমবাগানের বাসিন্দা। শনিবার ভোরে তাকে গ্রেফতার করে বুদবুদ থানার পুলিশ। ঘটনায় জানা গেছে, বুদবুদের সাধু নগরের বাসিন্দা সীমা থাপ্পা নামে এক মহিলার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যাবহার করত ওই হ্যাকিং চক্র। গত কয়েকমাসে প্রথমবার ওই মহিলার অ্যাকাউন্টে ১ লাখ টাকা অন্য অ্যাকাউন্ট থেকে ট্রান্সপার হয়। ওই সময় ওই মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ৩ হাজার টাকা বকশিস্ বাবদ দেয় এই হ্যাকাররা। পরবর্তীকালে আবারও ৩৩ হাজার ও ১৯ হাজারের মত টাকা ট্রান্সফার হয় ওই মহিলার অ্যাকাউন্টে। বিষয়টি সন্দেহ হওয়ায় ওই মহিলা বুদবুদ থানার দারস্ত হয়। এবং লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারপর গত ২৯ অক্টোবর রাতে মানকর থেকে সন্দীপ রায়কে গ্রেফতার করে পুলিশ। তাকে, আদালতে রিমান্ডে নেয় পুলিশ। সন্দীপকে জেরা করে চক্রের মূল মাথা রাহুলের সন্ধান পায় পুলিশ। শনিবার ভোরে বর্ধমানের আমবাগান থেকে গ্রেফতার করে বুদবুদ থানার পুলিশ। শনিবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বুদবুদে সাইবার প্রতারণার অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের টাকা ফেরতও পেয়েছে। এদিনের ধৃতকে রিমান্ডে নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা