কোচবিহার ট্রফি ক্রিকেটে বাংলা চালকের আসনে, সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে ৯৪ রান
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : ইডেনে গার্ডেন্সে মাত্র ৯৪ রানে শেষ হয়ে গেল বিপক্ষের প্রথম ইনিংস! ১০০ রানের গন্ডি পার হতেই সৌরাষ্ট্র ব্যর্থ। এর জন্য অবশ্যই বোলারদের কৃতিত্ব অস্বীকার করার কোনও উপায় নেই। কোচবিহার ট্রফিতে খেলা চলছে। বুধবার সৌরাষ্ট্রের বন
ইডেন গার্ডেন্সে কোচসহ বাংলার ক্রিকেটাররা


কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : ইডেনে গার্ডেন্সে মাত্র ৯৪ রানে শেষ হয়ে গেল বিপক্ষের প্রথম ইনিংস! ১০০ রানের গন্ডি পার হতেই সৌরাষ্ট্র ব্যর্থ। এর জন্য অবশ্যই বোলারদের কৃতিত্ব অস্বীকার করার কোনও উপায় নেই। কোচবিহার ট্রফিতে খেলা চলছে। বুধবার সৌরাষ্ট্রের বনাম বাংলা দল পরস্পরের মুখোমুখি হয়েছে। প্রথম দিনের খেলায় প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের সংগ্রহ ১০ উইকেটে ৯৪ রান। এর জবাবে দিনের শেষে বাংলার দলগত স্কোর - ১/১৮৪ রান। বিরোধী দলের চেয়ে অর্থাৎ ৯০ রানে এগিয়ে বাংলা। অনূর্ধ্ব - ১৯ এই প্রতিযোগিতায় এই মুহূর্তে ক্রিজে রয়েছেন আকসাজ গিরি ৮৭ ও ১৮ রানে আশুতোষ কুমার অপরাজিত। ব্যক্তিগতভাবে ৭৪ রান করেন অঙ্কিত চ্যাটার্জি। এদিকে, বাংলার বোলিং দাপটে বেকায়দায় সৌরাষ্ট্রের ব্যাটসম্যানেরা। উল্লেখযোগ্য - যুধাজিৎ গুহ ৬/৫৭, এছাড়াও দেবাংশু পাকিড়া ২/১৫ এবং রোহিত ১/৪ রান দিয়ে নেন বিপক্ষের উইকেটগুলি। বাংলা দলের ক্রিকেট কোচ সৌরাশিস লাহিড়ি এ প্রসঙ্গে দিনের শেষে ছোট্ট প্রতিক্রিয়া, চালকের আসনেই রয়েছে বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande