কল্যাণী, ২০ নভেম্বর (হি.স.) : সন্তোষ ট্রফি জাতীয় ফুটবলের তৃতীয় খেলায় প্রতিবেশী বিহারের সঙ্গে বুধবারের গ্রুপ লিগের খেলা অমীমাংসিত। বাংলা দলের পক্ষে যদিও এই খেলা গোলশূন্যভাবে শেষ হলেও কোনও সমস্যা নেই। বরং মূল পর্বে চলে যেতে এজন্য ৭ পয়েন্ট নিয়ে এগিয়েই রয়েছে রবি হাঁসদার নেতৃত্বে বাংলা দল। কোচ সঞ্জয় সেন এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রথম দুই খেলা বাংলা দলকে উজ্জীবিত করেছে। প্রথম সারির দল থেকে নির্ভরযোগ্য খেলোয়াড়দের সরিয়ে বুধবার বিহারের বিপক্ষে দ্বিতীয় দল খেলানোর পক্ষেই মত ছিল।
সেই সূত্রে জানা গিয়েছে, গ্রুপ লিগের খেলায় ঝাড়খণ্ড'কে ৪-০ এবং উত্তর প্রদেশের কাছে ৭-০ ব্যবধানে জিতে বাংলা দল বরং অনেক বেশি জয় তুলে নিতে প্রাণ পণ লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নেমেছে। মূলত, রক্ষণাত্নক হয়েছে এদিনের খেলা। অতিরিক্ত চাপ নিতে ও নিষেধ করে দেন ফুটবল কোচ। আক্রমণাত্মক ফুটবল এর আগে পরপর দুই খেলায় মনোভাব ছিল বাংলার গোড়া থেকেই। এর ফলে আ্যডভান্টেজ বাংলার। দুই খেলায় জিতে তিন করে ছয় পয়েন্ট এবং বুধবার ড্র হতে বাংলার ঝুলিতে এখন সাত পয়েন্ট। আইএফএ সূত্রে দ্বিতীয় পর্যায়ে খেলার জন্য এই মুহূর্তে অন্য কোনও ভেন্যু নিয়েই জানানো হয় নি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত