সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা
কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): বুধবার ড্র করলেই সন্তোষ ট্রফির মূলপর্বে যাওয়ার ছাড়পত্র মিলতো বাংলার। এটাই ছিল বাংলার অঙ্ক। সেটাই হলো। সঞ্জয় সেনের বাংলা এদিন বিহারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গেল। উল্লেখ্য, গতবার বাংলা
সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা


কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): বুধবার ড্র করলেই সন্তোষ ট্রফির মূলপর্বে যাওয়ার ছাড়পত্র মিলতো বাংলার। এটাই ছিল বাংলার অঙ্ক। সেটাই হলো। সঞ্জয় সেনের বাংলা এদিন বিহারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গেল। উল্লেখ্য, গতবার বাংলা সন্তোষের মূলপর্বে যেতে পারেনি।

মূল পর্বে যাওয়ার আগে দুই ম্যাচে এগারো গোল করল বাংলা l একটাও গোল খায়নি। তবে এদিন বিহারের কাছে গোলশূন্য ভাবে ম্যাচ শেষ করায় চিন্তিত কোচ সঞ্জয় সেন l

সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে ৪-০ গোলে হারিয়েছে বাংলা। দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ৭-০ গোলে হারিয়েছে বাংলা।

এবার মূলপর্বেই আসল পরীক্ষা। পরবর্তী রাউন্ডে রয়েছে আরও শক্তিশালী দলl ফলে সঞ্জয় সেনের কাজটা আরও কঠিন হবে মূলপর্বে।

তবে মূল পর্বে আসার আগে বাংলা দল একটা ভালো ছন্দে রয়েছে সেটাই ভালো লক্ষণl

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande