কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : বেলজিয়ামের মাটিতে সোনার পদক জয়। ভারতীয় কেটেলবেল তারকা শিবানী আগরওয়ালের এই নিয়ে দ্বিতীয়বার দেশের হয়ে এই পদক প্রাপ্তি। উল্লেখ্য, সুদূর বেলজিয়ামে আইকেএমএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমে দেশের হয়ে প্রতিনিধিত্বকারীর পদক জয় গর্বের বিষয়। এই কৃতিত্ব প্রশংসার দাবি রাখে নিঃসন্দেহে।
মূলত, কেটলবল খেলোয়াড় তিনি। কলকাতার বাসিন্দা পেশায় চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট। কেটলবল ইভেন্টে ফ্রান্স, অস্ট্রেলিয়া, উজবেকিস্তানে এর আগেও একাধিক পদক জিতেছেন। চলতি বছরে মাস্টার অব স্পোর্টস, ম্যারাথনে ফরম্যাটে এই পদক জয়। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন তিনি।
বুধবার এর পরিপ্রেক্ষিতেই তিনি বলেন, দেশের হয়ে পদক জয় গর্বিত। ভারতের প্রতিনিধিত্বকারীর শিরোপা জয় রীতিমত গর্বের এবং শুধু তাই নয়, তিনিই প্রথম ভারতীয় যিনি এই খেতাব জয়ের অধিকারী। উল্লেখ্য, চলতি মাসের ১৫-১৭ নভেম্বর বিদেশে এই রোমাঞ্চকর জয় তুলে নিয়েছেন তিনি কঠিন লড়াইয়ে। পরদিন ব্রাসেলসে ভারতীয় দূতাবাসে বেলজিয়ামের রাষ্ট্রদূত সৌরভ কুমারের তরফেও উষ্ণ অভ্যর্থনা প্রদান। সেইসঙ্গে সেখানে ছিল অনাড়ম্বর অনুষ্ঠানে সাক্ষাৎকার পর্ব। দলের অন্যান্যরাও উপস্থিত ছিলেন। তারপর দেশের টানে সেখান থেকে সরাসরি কলকাতায় ফিরেছেন। খেলাধূলার স্বীকৃতি হিসেবে এ রাজ্যের পক্ষে প্রাইড অফ বেঙ্গল খেতাব রয়েছে ঝুলিতে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা স্বীকৃতি স্বরূপ চিঠিরও প্রাপ্তিস্বীকার করেছেন। সেকথাও জানাতে ভোলেন নি। এই প্রসঙ্গে শিবানীর জোরদার অভিযোগ, অন্য সব ইভেন্টে যোগদানে সরকারি সহায়তা মেলে। অথচ, দেশের হয়ে সুনাম কুড়িয়েও বঞ্চিতদের তালিকায় রয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত