পাটনা, ২১ নভেম্বর (হি.স.): ছটপুজোর পর বিহারে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। এই সমস্ত ট্রেনে বহু যাত্রী নিজেদের গন্তব্যে ফিরছেন, এমনই একটি বিশেষ ট্রেন বুধবার গভীর রাতে বিহারে লাইনচ্যুত হয়ে গিয়েছে। বিহারে পশ্চিম চম্পারণে হরিনগর রেল স্টেশনের কাছে বুধবার রাত বারোটা নাগাদ লাইনচ্যুত হয়ে যায় ০৪০৬৮ দিল্লি-দারভাঙ্গা বিশেষ ট্রেন।
ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে, কেউ হতাহত হননি। রেল সূত্রের খবর, প্রায় চার ঘণ্টা ট্রেনটি হরিনগর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এআরটি টিম লাইনচ্যুত বগিটিকে ট্রেন থেকে আলাদা করে প্রায় ৩.৪৪ মিনিট নাগাদ সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।
হিন্দুস্থান সমাচার / রাকেশ